Join WhatsApp:Sahaba bd !

Just one glass crabbed water! If you know what a great result you will never miss

 
When it comes to nausea or nausea, lemon-water comes first. But there is a better solution to this problem.


According to an All India Media report, only a small cache can solve this problem very easily. Not only nausea, eating cinnamon after eating stomach bad and very oiled foods can easily be found.

How to eat

First, keep the cinnamon in a glass of water all night long. Drink the water the next day. Often, if you have nausea, keep it with soaked water.

Besides, you can also cook tea with cinnamon in the house. Khan, with cinnamon during the heating of water, This will reduce the problem or vomiting quickly.

Carchins are usually used to enhance the taste of biriyani and spicy food. But according to Ayurveda, the spicy food is vomiting, but the dentist works as a medicine. This mixture keeps the stomach cold. Even if you have nausea while traveling in the car, keep it with water soaked with cinnamon.

 শুধু এক গ্লাস দারচিনি ভেজানো পানি ! কী কী দারুণ ফল পাবেন জানলে আর কখনো মিস করবেন না

গা গুলানো বা বমি বমি ভাব হলেই প্রথমে আসে লেবু-পানির কথা। কিন্তু এই সমস্যার আরও ভাল একটি সমাধান রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাত্র একটু দারচিনিতেই এই সমস্যার সমাধান হতে পারে অতি সহজেই। শুধু বমি বমি ভাবই নয়, পেট খারাপ ও খুব তেলযুক্ত খাবার খাওয়ার পরেও দারচিনি খেলে সহজেই ফল পাওয়া যায়।

কীভাবে খাবেন?

প্রথমত, এক গ্লাস পানির মধ্যে দারচিনি ভিজিয়ে রাখুন সারা রাত। পরের দিন সেই পানি খান। প্রায়ই যদি বমি বমি ভাব হয়, তা হলে দারচিনি ভেজানো পানি সঙ্গে রাখুন।

এ ছাড়াও, বাড়িতে দারচিনি দিয়ে চা বানিয়েও খেতে পারেন। পানি গরম করার সময়ে দারচিনি দিয়ে খান। এতেও চটজলদি অম্বলের সমস্যা বা বমি ভাব কমবে।

দারচিনি সাধারণত বিরিয়ানি এবং মশলাদার খাবারে স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। কিন্তু আযুর্বেদ অনুযায়ী, মশলাদার খাবার খেয়ে বমি ভাব হলেও তখন দারচিনিই ওষুধের কাজ করে। পেটও ঠান্ডা রাখে এই মিশ্রণ। গাড়িতে যাতায়াত করার সময়ে বমি বমি ভাব হলেও দারচিনি ভেজানো পানি সঙ্গে রাখুন।
 
Show More

We sell any Templates, we just make your search easier
to purchase premium templates please click the buy button to get in touch directly with the template maker


Using illegal templates is tantamount to destroying your website / blog. because the templates that are distributed free of charge do not guarantee the safety of the template maker and no one is responsible. Please note, that there are a lot of complaints out there, they failed to handle their website, because of using an illegal template