Senior Meteorologist Sayeed Ahmed Chowdhury of the Sylhet office of the Meteorological Department said in the first light that the intensity of earthquake could not be ascertained yet on the Richter scale. But seismicity was felt in Sylhet and surrounding areas.
Saeed Ahmed Chowdhury said no information was found about whether there was any damage caused by the earthquake.
সিলেট ও আশেপাশের এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল সাড়ে আটটায় এ ভূকম্পন হয়।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা এখনো নির্ণয় করা যায়নি। তবে উল্লিখিত সময়ে সিলেট ও আশপাশে ভূকম্পন অনুভূত হয়েছে।
সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা এখনো নির্ণয় করা যায়নি। তবে উল্লিখিত সময়ে সিলেট ও আশপাশে ভূকম্পন অনুভূত হয়েছে।
সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।