Join WhatsApp:Sahaba bd !

Sylhet Health card Will get only 67 thousand baby

Sylhet City Corporation (CICC) has taken initiatives to improve healthcare in the area. In addition to regular services in health care, initiatives have been taken to provide children with 'Health Cards'.


According to the city corporation, a modern health card will be provided to only 67 thousand in Sylhet city.

City Mayor Ariful Haque Chowdhury said the health card has already been started for the children. Health card was provided to the students of Biresh Chandra High School in Akhaliya in the city.

The Mayor said, “I have long dreamed of launching a Health Card in the educational institutions of the Sylhet City Corporation area. This year, the process of realizing that dream has just begun. A series of modern health cards will be provided to only 67 thousand in the city. Like the developed countries of the world, this health card will contain all kinds of health information, starting from the blood group. We will also provide health cards to newborn babies. '

Sahaba BD.com / 25 Aug 28 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করার উদ্যোগ নিয়েছে। এজন্য স্বাস্থ্যসেবায় নিয়মিত সেবার পাশাপাশি নেওয়া হয়েছে শিশুদের ‘হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ।

সিটি করপোরেশন থেকে জানা গেছে, সিলেট নগরীর ৬৭ হাজার শিশুকে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ইতিমধ্যেই শিশু শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর আখালিয়াস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড প্রদান করা হয়।

মেয়র বলেন, ‘সিলেট সিটি করপোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হেলথ কার্ড চালু আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। চলতি বছর সেই স্বপ্নের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো মাত্র। ধারাবাহিকভাবে নগরীর ৬৭ হাজার শিশুকে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। বিশ্বের উন্নত দেশের মতো এই হেলথ কার্ডে ব্লাড গ্রুপ থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের তথ্য থাকবে। নবজাতক শিশুদেরও আমরা হেলথ কার্ড প্রদান করবো।’

সাহাবা বিডি ডটকম/২৯ আগস্ট ২০১৯/
Show More

We sell any Templates, we just make your search easier
to purchase premium templates please click the buy button to get in touch directly with the template maker


Using illegal templates is tantamount to destroying your website / blog. because the templates that are distributed free of charge do not guarantee the safety of the template maker and no one is responsible. Please note, that there are a lot of complaints out there, they failed to handle their website, because of using an illegal template