Join WhatsApp:Sahaba bd !

Nikli Haor Asunu Dekhe Asi

Take a day in your hand from Dhaka to a short budget, from Nikli Haor in Kishoreganj district. Boating on the banks of a wide clear transparent aqueduct, the village like a waking island, small water bodies like rattles, eating fresh hair fish. Ideal for a one-day tour all together. When crowds of people are popular at popular tourist places, this Nikli Hawor in Kishoreganj district will give you a beautiful day to roam around on your own. If you want to rent a big boat, you can stay in the boat at night.
 

One day plan
From Kamalapur at 7.15 am, when the train arrives at Egarosindur, Kishoreganj will leave at 11 am. It will take an hour to get from the station to Nikli Haor CNG. Wherever CNG will drop down, some hotels will get fairly good quality. Howard Fresh Fish After lunch, you will be able to board the boat from the pier. Howard will return to the ghat in the evening. From Nikli, Kishoreganj returned on the night bus.

when will you go
Now, the end of the rainy season is the perfect time to visit Howar.

Way to go
First, the train or bus to go to Dhaka, Kishoreganj (Kishoreganj) city. From Kishoreganj railway station in front of CNG. Rent a boat from the ferry and look at the haor house.

Apart from this, there is a direct bus from Syedabad to Dhaka. Bus fare is 150-200 taka. From Kedarganj bus again from Saidabad, Kaliachapra Sugar Mill will go down in front of Nikli Haur in Tempu. 160 km Distance. It will take three to three and a half hours (excluding Jatrabari traffic jams).

From Saidabad's rose bugs, you have to get on the bus and go to Pulghat, this is the easy route. After eating lunch at Pulghat, one will go straight to the barricade spot for 60 taka. It will take 30-35 minutes. From here, the big boats rent for hours.700 bucks per hour.
The fare on small boats will cost 300-400 hours.

Besides, it will take 1 hours to reach Srinagar or Manikkhali stations on the train going from Dhaka to Kishoreganj.

Where to stay
There is no residential hotel in Nikli. If you want to stay the night you can go to Kishoreganj. You can stay in advanced hotels like Ganguly, Sravani and Al-Muslim.

Cost
From Dhaka to Kishoreganj train 175 bucks / bus fare 200 bucks. Nickel CNG fare from Kishoreganj is Tk 100 per person.

হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প বাজেটের মাঝেই ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর (Nikli Haor) থেকে। হাওড়ের দ্বিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মত গ্রাম, রাতারগুলের মত ছোট জলাবন, হাওড়ের তাজা মাছ ভোজন। সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। জনপ্রিয় ট্যুরিস্ট প্লেসগুলোতে মানুষের ভিড়ে যখন অতিষ্ট, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এই নিকলী হাওর আপনাকে দেবে নিজের মত করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থা আছে।

একদিনের প্ল্যান
কমলাপুর থেকে সকাল ৭.১৫ তে এগারোসিন্ধুর ট্রেনে উঠলে ১১ টায় কিশোরগঞ্জ নামিয়ে দেবে। স্টেশান থেকে নিকলি হাওড় সিএনজিতে যেতে সময় লাগবে একঘন্টা। যেখানে সিএনজি নামিয়ে দেবে, পাশেই কিছু হোটেল পাবেন মোটামুটি মানের। হাওড়ের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ সেরে ঘাট থেকে দরদাম করে নৌকায় উঠে যাবেন। হাওড়ে ঘুরে সন্ধ্যার মাঝে ঘাটে ফিরে আসবেন। নিকলি থেকে কিশোরগঞ্জ ফিরে রাতের বাসে ঢাকায়।

কখন যাবেন
বর্ষার শেষে এখনই হাওড় ভ্রমণের উপযুক্ত সময়।

যাওয়ার উপায়
ঢাকা থেকে ট্রেন বা বাসে প্রথমেই চলে যান কিশোরগঞ্জ (Kishoreganj) শহর। কিশোরগঞ্জ রেল স্টেশন এর সামনে থেকে সিএনজিতে উঠে নিকলি। ঘাট থেকে নৌকা ভাড়া করে হাওড় ঘরে দেখুন। এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে নিকলীর সরাসরি বাস আছে। বাস ভাড়া ১৫০-২৫০ টাকা। আবার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের বাসে গিয়ে কালিয়াচাপরা সুগার মিল গিয়ে টেম্পুতে নিকলী হাওরের সামনেই নামা যাবে। ১৬০ কি.মি. দূরত্ব। সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা (যাত্রাবাড়ীর ট্রাফিক জ্যাম বাদে)। সায়েদাবাদ এর গোলাপ বাগ থেকে বাসে উঠে পুলেরঘাট নামতে হবে, এটাই সহজ রুট। পুলেরঘাট নেমে দুপুরের খাওয়া খেয়ে অটোতে একজন ৬০ টাকা করে চলে যাবেন সোজা বেড়িবাধ স্পটে। সময় লাগবে ৩০-৩৫ মিনিট। এখান থেকে বড় নৌকা গুলো ঘন্টা হিসেবে ভাড়া দেয়। ঘন্টায় ৭০০ টাকা করে। ছোট নৌকা গুলোতে ভাড়া পড়বে ৩০০-৪০০ টাকা ঘন্টা। তাছাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনে সরারচর কিংবা মানিকখালি ষ্টেশনে নেমে সিনজি দিয়ে যেতে সময় লাগবে ১ ঘন্টা।

কোথায় থাকবেন
নিকলীতে কোনো আবাসিক হোটেল নেই। রাতে থাকতে চাইলে যেতে পারেন কিশোরগঞ্জে। গাঙচিল, শ্রাবণী আর আল-মুসলিমের মতো উন্নত হোটেলগুলোতে থাকতে পারেন।

খরচ
ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনে ১৭৫ টাকা / বাস ভাড়া ২০০ টাকা। কিশোরগঞ্জ থেকে নিকলি সিএনজি ভাড়া ১০০ টাকা প্রতিজন।
Show More

We sell any Templates, we just make your search easier
to purchase premium templates please click the buy button to get in touch directly with the template maker


Using illegal templates is tantamount to destroying your website / blog. because the templates that are distributed free of charge do not guarantee the safety of the template maker and no one is responsible. Please note, that there are a lot of complaints out there, they failed to handle their website, because of using an illegal template