Join WhatsApp:Sahaba bd !

Rataragul travel Bengal I know

Now it is time to go to the rafters after the water is gone and then it will not look nice.

Rataragul is the only water reservoir (Swamp Forest) of Sylhet's 'Sundarbans' fame. There are only 22 freshwater swamp forests around the world. The Indian subcontinent has two. One of them is in Sri Lanka and another is in Goinaghat, Sylhet, Bangladesh. To the local people, it is better known as "Sundarbans", while many say "Amazon of Bangladesh".



You can go on holidays or retirement from the country nights. Pipasura travels here every day to spend leisure time. Although it is known as waterlogging, there is not enough water in the winter. The forest department has declared the forest as a preserved forest in the area of ​​about 5 acres in Goainghat upazila of Sylhet district. The water is dry in the winter, but the entire forest remains submerged for the rest of the year.

Rataragul is a freshwater forest adjacent to the Chengi canal near the Goaine River. The forest is under 10  feet of water all year round and during the monsoon the forest is flooded from 20 feet to 30 feet under water. Crocodile trees (Pangamia pinnata) are more abundant in this forest.

The nights are essentially wildlife sanctuaries. A large part of the animals of this forest are reptiles. In addition to indigenous fish, there are monkeys, birds, ticks, insects, and various species of animals. Snakes of different species can be seen here. Gold colored frogs are one of the attractions of the nightclubs. There are also several species of frogs in Ratcharul. The chameleon can be seen in the nightclub. Here you can also see wolves and eagles.

How to go:

Sylhet city must come from any part of the country first. Then the night rallies from Sylhet. The distance of the Rataragul from Sylhet city is about 19 km. Time to go will be 1 hours.

There are 5 routes from Sylhet to Rataragul.
3) With the motorboat
2) Ramnagar Chaumuhani Market
3) With Chowrangi Bazaar

However, it is a bit cheaper to go to Ramnagar without going through the motorway. The boat owners want a little extra for the nightstand. If you pass Ramnagar Chowmuhani Ghat, the fare will be much lower.


Place to stay

There are several quality hotels in Sylhet for a night stay. Rose view of five star hotel in Shahjalal suburb. Hotel Fortune Garden in Nayerpool area. Hotel Dallas on Jail Road. Hotel Hilltown on VIP road. Hotel Garden Inn on Link Road.

Bangladesh Tourism Corporation's tourist motel on the airport road outside the city. Jestet Holiday Resort in Khadim Nagar. Pigs are nature's abode. Nazimgarh Resort etc.

Alert

There is no good hotel or accommodation for dinner or its surroundings. So you can take food from Goinaghat or Sylhet.

One more thing, it is better not to touch the water while boating. There are various insects, including leopards, poisonous snakes can be seen in the water or in the trees during the rainy season. It is important to wear a life jacket if you do not know how to swim. In addition, an umbrella, rain or sun hat should be taken. The boats here are very small. Do not get more than five people in one boat.

এখনই সময় রাতারগুল যাওয়ার এরপর যাওয়ার পর পানি কমে যাবে এরপর যাবে সুন্দর লাগবে না এখনই সময় চলে আসুন রাতারগুলে

সিলেটের ‘সুন্দরবন’ খ্যাত বাংলাদেশের একমাত্র জলাবন (সোয়াম্প ফরেস্ট) হচ্ছে রাতারগুল। সারা পৃথিবীতে ফ্রেশওয়াটার সোয়াম্প ফরেস্ট বা স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। ভারতীয় উপমহাদেশ আছে এর দুইটি। তার একটি শ্রীলংকায় আর আরেকটি আমাদের বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটে। স্থানীয় মানুষ জনের কাছে এইটা “সুন্দরবন” নামেই বেশি পরিচিত, আবার অনেকেই বলে “বাংলাদেশের আমাজান”।

ছুটিতে কিংবা অখণ্ড অবসরে ঘুরে আসতে পারেন দেশের রাতারগুল থেকে। অবসর সময় কাটাতে প্রতিদিন এখানে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। এটি জলাবন হিসেবে পরিচিত হলেও শীতে পর্যাপ্ত পানি থাকে না এ বনে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৩৩৮ একর জায়গাজুড়ে অবস্থিত এই বনকে ১৯৫২ সালে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে বন বিভাগ। শীতে এ বনের পানি শুকিয়ে গেলেও বছরের বাকি সময় জলমগ্ন থাকে পুরো বনটি।


গোয়াইন নদীর নিকটে চেঙ্গির খালের সাথে সংযুক্ত একটি মিঠাপানির জলাভুমির বন হল রাতারগুল। এই বনটি সারাবছর প্রায় ১০ ফুট পানির নীচে থাকে এবং বর্ষাকালে চিরসবুজ এই বনটি ২০ ফুট থেকে ৩০ ফুট পানির নীচে প্লাবিত হয়। এই বনে করচ গাছ (পঙ্গামিয়া পিন্নাটা) বেশী জন্মায়।

রাতারগুল মূলত বন্যপ্রাণীর অভয়ারণ্য। এ বনের প্রাণীদের বড় একটি অংশ সরীসৃপ। বিভিন্ন প্রকারের দেশী মাছ ছাড়াও এই বনে রয়েছে বানর, পাখি, টিকটিকি, পোকামাকড় সহ নানা প্রজাতির প্রাণী। এখানে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। সোনা রঙের ব্যাঙ রাতারগুলের অন্যতম আকর্ষণ। এছাড়াও রাতারগুলে রয়েছে নানা প্রজাতির ব্যাঙ। গিরগিটির দেখা পাওয়া যাবে রাতারগুলের জলাবনে। এখানে আপনি শকুন এবং ঈগলেরও দেখা পেতে পারেন।

‪‎কিভাবে যাবেনঃ

দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে সিলেট শহর আসতে হবে। তারপর সিলেট থেকে রাতারগুল। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ১৯ কি.মি। যেতে সময় লাগবে ১ ঘন্টা।

সিলেট শহর থেকে রাতারগুলে যাওয়ার ৩টি পথ রয়েছে।
১) মটরঘাট দিয়ে
২) রামনগর চৌমুহনী বাজার দিয়ে
৩) চৌরঙ্গী বাজার দিয়ে

‪তবে মটরঘাট দিয়ে না গিয়ে রামনগর দিয়ে যাওয়াটা কিছুটা সাশ্রয়ী। মটরঘাটের নৌকার মাঝিরা রাতারগুল যাওয়ার জন্য ভাড়াটা একটু বেশি চায়। রামনগর চৌমুহনী ঘাট দিয়ে গেলে নৌকা ভাড়াটা অনেক কম পড়বে।

থাকার জায়গা

সিলেট শহরে রাতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল আছে। শাহজালাল উপশহরে পাঁচ তারকা মানের হোটেল রোজ ভিউ। নাইওরপুল এলাকায় হোটেল ফরচুন গার্ডেন। জেল সড়কে হোটেল ডালাস। ভিআইপি সড়কে হোটেল হিলটাউন। লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন।

শহরের বাইরে বিমানবন্দর সড়কে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল। খাদিম নগরে জেসটেট হলিডে রিসোর্ট। শুকতারা প্রকৃতি নিবাস। নাজিমগড় রিসোর্ট ইত্যাদি।

সতর্কতা

রাতারগুল বা তার আশপাশে খাবারের হোটেল বা থাকার কোনো ভালো ব্যবস্থা নেই। তাই খাবার গোয়াইনঘাট বা সিলেট থেকে নিয়ে যেতে পারেন।

আরেকটা বিষয়, নৌকায় করে বেড়ানোর সময় পানিতে হাত না দেয়াই ভালো। জোঁকসহ বিভিন্ন পোকামাকড় তো আছেই, বর্ষায় বিষাক্ত সাপও পানিতে বা গাছে দেখতে পাওয়া যায় । সাঁতার না জানলে সঙ্গে লাইফ জ্যাকেট রাখা জরুরি। এ ছাড়া ছাতা, বর্ষাতি কিংবা রোদ টুপিও সঙ্গে নিতে হবে। এখানে বেড়ানোর নৌকাগুলো অনেক ছোট। এক নৌকায় পাঁচজনের বেশি উঠবেন না।
Show More

We sell any Templates, we just make your search easier
to purchase premium templates please click the buy button to get in touch directly with the template maker


Using illegal templates is tantamount to destroying your website / blog. because the templates that are distributed free of charge do not guarantee the safety of the template maker and no one is responsible. Please note, that there are a lot of complaints out there, they failed to handle their website, because of using an illegal template