After three months, the car ride service of Pathao started. Authorities said in a press statement on Thursday that the service was officially launched with 2,000 BRTA-registered vehicles.
Only Dhaka area has been introduced. We have decided to introduce Pathao car service in every district in phases
In a statement, Hussein M. Ilyas, CEO of Pathao, said: But we still have some responsibilities to protect ourselves and society. Since we are learning to live normally during these difficult times, we are also committed to ensuring your safe travel.
Safety features, training and kits have been put in place to ensure the health, safety and hygiene of users and drivers, the statement said. In addition, fares have been reduced to make car-service more affordable and accessible, and there are attractive offers for using digital payments.
তিন মাস পর শুরু হলো পাঠাওয়ের গাড়ি রাইড সেবা। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে পাঠাও কর্তৃপক্ষ জানায়, আনুষ্ঠানিকভাবে দুই হাজার বিআরটিএ নিবন্ধিত গাড়ি নিয়ে চালু হলো এই সেবা।
শুধু ঢাকা এরিয়া চালু হয়েছে পাঠাও কার সার্ভিস আমরা পর্যায়ক্রমে প্রতিটি জেলায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি
এক বিবৃতিতে পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, কোভিড-১৯ সঙ্কটের শুরু থেকেই আমাদের সমাজের সবার নিজ নিজ দায়িত্ববোধ থেকে একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাগুলো অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখনো আমাদের নিজেদের সুরক্ষা এবং সমাজের সুরক্ষার জন্য কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু আমরা এই কঠিন সময়ে স্বাভাবিকভাবে বাঁচতে শিখছি, আপনার নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঠাও প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে জানানো হয়, ইউজার এবং ড্রাইভারদের স্বাস্থ্য, সুরক্ষা এবং হাইজিন নিশ্চিত করার লক্ষ্যে সেইফটি ফিচার, ট্রেইনিং এবং কিটস এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কার-সার্ভিসকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য ভাড়া হ্রাস করা হয়েছে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করলে রয়েছে আকর্ষণীয় অফার।
Only Dhaka area has been introduced. We have decided to introduce Pathao car service in every district in phases
In a statement, Hussein M. Ilyas, CEO of Pathao, said: But we still have some responsibilities to protect ourselves and society. Since we are learning to live normally during these difficult times, we are also committed to ensuring your safe travel.
Safety features, training and kits have been put in place to ensure the health, safety and hygiene of users and drivers, the statement said. In addition, fares have been reduced to make car-service more affordable and accessible, and there are attractive offers for using digital payments.
তিন মাস পর শুরু হলো পাঠাওয়ের গাড়ি রাইড সেবা। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে পাঠাও কর্তৃপক্ষ জানায়, আনুষ্ঠানিকভাবে দুই হাজার বিআরটিএ নিবন্ধিত গাড়ি নিয়ে চালু হলো এই সেবা।
শুধু ঢাকা এরিয়া চালু হয়েছে পাঠাও কার সার্ভিস আমরা পর্যায়ক্রমে প্রতিটি জেলায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি
এক বিবৃতিতে পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, কোভিড-১৯ সঙ্কটের শুরু থেকেই আমাদের সমাজের সবার নিজ নিজ দায়িত্ববোধ থেকে একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাগুলো অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখনো আমাদের নিজেদের সুরক্ষা এবং সমাজের সুরক্ষার জন্য কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু আমরা এই কঠিন সময়ে স্বাভাবিকভাবে বাঁচতে শিখছি, আপনার নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঠাও প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে জানানো হয়, ইউজার এবং ড্রাইভারদের স্বাস্থ্য, সুরক্ষা এবং হাইজিন নিশ্চিত করার লক্ষ্যে সেইফটি ফিচার, ট্রেইনিং এবং কিটস এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কার-সার্ভিসকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য ভাড়া হ্রাস করা হয়েছে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করলে রয়েছে আকর্ষণীয় অফার।