Join WhatsApp:Sahaba bd !

সিলেট লকডাউন: বাড়ছে যানবাহন সহ মানুষের চলাচল Sylhet Lockdown: The movement of people including vehicles is increasing

করোনাভাইরাসের সংক্রমণে রাশ টানতে দেওয়া আজ ২২ এপ্রিল থেকে দেয়া দ্বিতীয় মেয়াদের ‘কঠোর লকডাউনে’ ১৩ দফা বিধি-নিষেধ থাকলেও সিলেট নগরে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। অন্যান্য দিনের চেয়ে রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক বেশি।



বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর ব্যস্ততম বন্দর বাজার (কোর্ট পয়েন্ট),  আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, জিন্দাবাজার, উপশহর, টিলাগড়, শিবগঞ্জ, নাইওরপুল, মেডিকেল, মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকাসহ নগরী সকল রাস্তায় সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে।



নগরের প্রতিটি পয়েন্টে চেকপোস্ট আগের মতো থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণ ছিল কিছুটা শিথিল। গত আট দিনের তুলনায় সড়কে মোটরসাইকেল, গাড়ি, পিকআপ, সিএনজি অটোরিকশা, রিকশার সংখ্যাও বেশি দেখা গেছে। কঠোর বিধিনিষেধের শুরুতে যেমন চেকিং হতো, সেটি অনেকটাই চলছে ঢিমেতালে।

এদিকে মূল সড়কগুলোতে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হলেও বেশিরভাগ অলিতেগলিতে দেখা যাচ্ছে মানুষের উপড়েপড়া ভিড়। কোথাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, যে যার মতো বের হচ্ছে। কোথাও কোথাও চলছে আড্ডাবাজি।


 

Despite the 13-point ban on coronavirus infections in the second term from April 22 today, the movement of ordinary people has increased in Sylhet. The number of vehicles on the road was also comparatively higher than on other days.

From Thursday (April 22) morning, the city's busiest port market (Court Point), Amberkhana, Chauhatta, Rikabibazar, Zindabazar, Uposhahar, Tilagarh, Shibganj, Nayorpool, Medical, Medina Market, Pathantula area, all types of vehicles were seen on all roads in the city.



Checkpoints at every point in the city remained the same, but law enforcement surveillance was somewhat relaxed. Compared to the last eight days, the number of motorcycles, cars, pickups, CNG autorickshaws and rickshaws has also increased. As was the case at the beginning of the strict restrictions, much of the checking has been slow.

Meanwhile, the presence of people on the main roads is relatively low, but most of the alleys are crowded with people. There is no such thing as a health problem anywhere. Gossip is going on somewhere.


Show More
No Encrypted Scripts (new) Remove Footer Credits One Time Payment Use For Clients 1 week of Premium Support
Join Now Free Download

We sell any Templates, we just make your search easier
to purchase premium templates please click the buy button to get in touch directly with the template maker


Using illegal templates is tantamount to destroying your website / blog. because the templates that are distributed free of charge do not guarantee the safety of the template maker and no one is responsible. Please note, that there are a lot of complaints out there, they failed to handle their website, because of using an illegal template