মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। আগামী দুইদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের শেষে বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Intense heat wave is blowing over Sylhet, Rajshahi, Pabna, Chuadanga and Kushtia areas. Mild to moderate heat waves are blowing over Bogra, Naogaon, Sirajganj, Khulna, Mongla, Satkhira, Jessore and Rangamati regions and over Dhaka and Barisal divisions and may continue.
The weather forecast for the next 24 hours from 6pm on Tuesday said night temperatures could rise. Daytime temperatures will remain unchanged. There is a possibility of rain or thunderstorm in the next two days.
Temperatures may rise over the weekend. Most of the western light pressure is located in and around West Bengal. Most of it extends to the North Bay.